মাদারীপুরে কাভার্ড ভ্যানের চাপায় রোজিনা বেগম নামের ৪৫ বছরের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই নারীর ছেলে পুলিশের সহকারী উপ-পরিদর্শক মাহফুজুর রহমান।
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বড় ব্রীজে বুধবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোজিনা পারভিন বরগুনা জেলার পুলিশ লাইন এলাকার জালাল আহম্মেদের স্ত্রী। আহত পুলিশ সদস্য মাহফুজুর রহমান ঢাকার বাড্ডা থানার সহকারী উপ-পরিদর্শক।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মা ও ছেলে মোটরসাইকেলে করে ঢাকার আফতাবনগর থেকে বরগুনার নিজ বাড়িতে ফিরছিলেন। দুপুরে তারা মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বড় ব্রীজে উঠলে, বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে পড়ে যান মা ও ছেলে। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান মা রোজিনা বেগম। স্থানীয়রা ছেলে মাহফুজুর রহমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
মাদারীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. রেজাউল করিম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ড ভ্যানটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।